২২ মে ২০২৫, ১৬:০৭

শিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন সপরিবারে

বাপ্পা মজুমদার  © সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে তার বনানীর বাসায় এ ঘটনা ঘটে। আগুন কীভাবে লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য

বাপ্পা মজুমদার জানান, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখেন। পরে তিনি অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে বের হন। 

বাপ্পা মজুমদার এক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’