আল্লাহু আকবর পবিত্র শব্দ দুটি সন্ত্রাসের কাজে ব্যবহার না হোক
- তসলিমা নাসরিন
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ১০:০৭ AM , আপডেট: ৩০ অক্টোবর ২০২০, ১০:০৭ AM
বাংলাদেশে তো মিছিল করার, অন্যায়ের প্রতিবাদ করার লোক প্রচুর। সেদিন তো এক পীরের ডাকেই চল্লিশ হাজার বেরিয়ে পড়লো।
গতকাল যে লালমনিরহাটে এক মুসলমান লোক, যে কিনা মসজিদে নামাজ সেরে বেরোচ্ছিল- মসজিদের বইয়ের তাকে তার পা পড়েছিল বলে, আর সেই পায়ের কড়ে আংগুল তাকে রাখা কোরানে লাগলেও লাগতে পারতো এই গুজব ছড়িয়ে পুলিশের নিরাপত্তা থেকে তাকে যে উঠিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলে আল্লাহু আকবর বলে চিৎকার করতে করতে আগুন জ্বালিয়ে দিল শত শত উন্মত্ত নামাজি---এই বর্বরতার প্রতিবাদে মিছিল বেরোবে না?
গতকাল যে ফ্রান্সের নিস শহরে তিন জন নিরপরাধ মানুষকে এক মুসলিম নির্মমভাবে আল্লাহু আকবর বলতে বলতে হত্যা করলো, বেরোবে না এর প্রতিবাদে মিছিল?
আর আল্লাহু আকবর বলতে বলতে শিক্ষক স্যামুয়েল প্যাটির মুন্ডু কেটে যে রাস্তায় ফেলে রাখলো আরেক মুসলিম --- বেরোবে না এর প্রতিবাদে মিছিল?
গাজায় মুসলিমদের ওপর অত্যাচার হলে তো মিছিল বেরোয়। মুসলিমরা অন্যের ওপর অত্যাচার করলে মিছিল বেরোয় না কেন? তাহলে কি বুঝতে হবে মুসলিমদের করা অত্যাচারে সমর্থন আছে মুসলিমদের?
অন্তত আল্লাহু আকবর---এই `পবিত্র শব্দদুটি'--- সন্ত্রাসের কাজে, মানুষ হত্যার কাজে তাদের মুসলিম ভাইয়েরা যেন আর ব্যবহার না করে, এই আর্জিটা তো করতে পারে তারা!
(ফেসবুক থেকে নেয়া)