‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করি না’

ড. আসিফ নজরুল
ড. আসিফ নজরুল

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করি না। কারণ এতে ধর্ষণের শিকার যারা হবে তারা অনেক ক্ষেত্রে হত্যার শিকার হতে পারে। চিহ্নিত হয়ে ফাসীর শাস্তির আশংকা এড়ানোর জন্য অপরাধীরা ধর্ষণের শিকারকে মেরে ফেলতে পারে।

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করা হলে হয়রানি করার জন্য ভূয়া মামলাও বাড়তে পারে। এর রাজনৈতিক অপব্যবহারও হতে পারে।

ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ড করতে হলে তা করতে হবে ব্যাপক গবেষণা ও মতবিনিময় করে। এসব ছাড়া একতরফাভাবে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড বলে ঘোষণা করার উদ্দেশ্য সস্তা জনপ্রিয়তা পাওয়া। বা জনরোষকে প্রশমিত করা।

উল্লেখ্য ধর্ষণের জন্য মৃত্যুদন্ডের শাস্তি এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রয়েছে। এটি আর প্রসারিত করার প্রয়োজন নেই। প্রয়োজন দ্রুত বিচার। মাদক আর পর্নোগ্রাফির বিস্তার রোধ। এবং ধর্ষকের উপর রাজনৈতিক প্রশ্রয়ের হাত সরিয়ে নেয়া।

২.  আমাদের দেশে ধর্ষণ শুধু যৌন বিকার নয়, এটি ক্ষমতার বিকারও। বিশেষ করে এ ক্ষমতার উৎস সাধারণ জনগণ না হয়ে সন্ত্রাসী বা অপরাধী চক্র হয়ে ওঠে যখন।

যে নির্বাচনে জনগণ না, গুন্ডা-পান্ডার শক্তি নির্বাচকের ভূমিকা পালন করে, সেখানে গুন্ডা-পান্ডার ধর্ষণ বা অন্য কোনো অপরাধের বিচার হতে পারে না। যাঁরা সন্ত্রাসী চক্রের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হন, তাঁরা তাদের রক্ষা করার চেষ্টা করবেন। যে পুলিশকে দেশের আইন না, এ সন্ত্রাসী চক্রকে রক্ষায় নিয়োজিত করা হয়, সেই পুলিশ তাদের সঙ্গেই গাঁটছড়া বাঁধবে। আমাদের দেশে এখন তা-ই হচ্ছে অনেক ক্ষেত্রে। [ফেসবুক থেকে]

লেখক: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ