ফেসবুক-জীবন একমাত্র জীবন না হোক

ফাহমিদুল হক
ফাহমিদুল হক  © ফাইল ফটো

ফেসবুকের অ্যাক্টিভিস্ট/লেখকদের মধ্যে অনেককে দেখি ভালো লেখেন, নিজস্ব ভাবনা-চিন্তা আছে, সমাজ-রাজনীতি বিষয়ে সচেতনতা আছে, ভাষার ওপর দখল আছে, পড়াশোনার পরিধিও খারাপ না। কিন্তু তাদের ফেসবুক-পরিচয়টিকে একমাত্র পরিচয় হিসেবে তারা গড়ে তুলেছেন। ফলে এধরনের সোশ্যাল মিডিয়ায় তারা প্রতিনিয়ত লিখতে চান; তাদের লিখতে হয়, নইলে আলোচনায় থাকা যায় না।

এই আলোচনায় থাকার তাগিদে/লোভে, তারা সারাক্ষণই স্ট্যাটাস পয়দা করতে থাকেন। সব ইস্যুতেই নিজস্ব বক্তব্য হাজির করতে থাকেন। ফলে কিছু ভুল হয়ে যায়। ওদিকে কথায় বলে, “যত কথা তত ভুল/বলেছেন নজরুল (বা মনিরুল বা আমিনুল বা আনিসুল বা নাজমুল... )”।

সহ ফেসবুক-ব্যবহারকারী হিসেবে আমার পরামর্শ: সব বিষয়ে সম্ভবত আপনার মতামত না থাকলেও চলে, কেউ না কেউ আন্দোলন-আলোচনা চালিয়ে নেবার মতো আছে। যেবিষয়ে আপনার আগ্রহ/দক্ষতা ভালো, সে বিষয়ে মেইনস্ট্রিম মিডিয়াতেও লিখতে পারেন। আর ফেসবুক-সময় কিছুটা কমিয়ে আরো একটু অভিনিবেশ দিন, আরেকটু অনুসন্ধান-গবেষণা করেন সেসব বিষয়ে যাতে আপনার দখল ভালো, বই প্রকাশ করতে পারেন (স্ট্যাটাসসমগ্র নয়, আনকোরা বই, যার কন্টেন্টের ওজন থাকবে)। এভাবে আপনার আরেকটি পরিচয় গড়ে তোলেন। ফেসবুক-জীবন একমাত্র জীবন না হোক আপনার।

টেক আ ব্রেক!

ডিসক্লেইমার: আমার এবিষয়ে লেখার বা পরামর্শ দেবার কথা নয়, তবু লিখলাম! আর লিখবো না! 

*লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

[ফেসবুক থেকে সংগৃহীত]


সর্বশেষ সংবাদ