শতশব্দে শতবর্ষে মহানায়ক

নাজমুল হাসান 
নাজমুল হাসান   © ফাইল ফটো

বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- দুটো যমজ শব্দ। একটা আরেকটার পরিপূরক। এক অজপাড়া গাঁ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন খোকা নামের এক শিশু। শৈশব থেকে দুরন্ত কৈশর, কালক্রমে এই খোকা হয়ে উঠেন বাংলার অবিসংবাদিত মহানায়ক। তিনি আর কেউ নন, শেখ মুজিব, তিনি বঙ্গবন্ধু, তিনি জাতির পিতা।

‘নির্বোধ ঘাতকরা জানেনা
মৃত্যুতে থামেনা জীবন!
বাংলাদেশের আরেক নাম
শেখ মুজিবুর রহমান’

শেখ পরিবারের ছোট্ট খোকা হয়ে উঠেন বিশ্বনন্দিত নেতা, নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতির ত্রাণকর্তা। তাঁর উদ্দম নেতৃত্ব আর সীমাহীন ত্যাগের হাত ধরেই আসে বাঙালি জাতির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধু রক্ত দিয়ে স্বাধীনতার গল্পটা লিখে গেছেন। এখন স্বাধীন দেশের গল্পটা আমাদের হাতে।

লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ


সর্বশেষ সংবাদ