প্রভাবশালী কারা?

  © সংগৃহীত

গত ফেব্রুয়ারি মাসেই অসামাজিক নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে যুব মহিলা লীগের একজন নেত্রী শামীমা নূর পাপিয়া গ্রেফতার হওয়ার ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী অভিযানে অবৈধ ক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে যুবলীগ এবং কৃষক লীগের বেশ কয়েকজন নেতা গ্রেফতার হন। সেখানে অনেকের নাম এসেছে।

কার নাম আসেনি? নেতার নাম এসেছে। যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলেই এই অবস্থার আর পুনরাবৃত্তি হবে না। যাদের ধরা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে সবার তালিকা করা হোক। যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা অর্থায়ন করেছে, যারা সুবিধা নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

কিন্তু কারও বিরুদ্ধেই তেমন ব্যবস্থা নিতে পারেনি সরকার। বর্তমান সময়ে আলোচিত নাম হলো রিজেন্ট হাসপাতালের পরিচালক সাহেদ এবং জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা। এরা করোনা মহামারির মাঝেও মানুষের জীবন নিয়ে ব্যবসা করেছে। ভুয়া টেস্টের নামে হাতিয়ে নিয়েছে টাকা। মানুষের জীবনকে ফেলেছে হুমকির মুখে।

প্রশ্ন উঠেছে, কাদের পৃষ্ঠপোষকতায় কিংবা ছত্রচ্ছায়ায় তারা এই প্রতারণা করেছে। অভিযোগ রয়েছে, সরকারের অনেক প্রভাবশালী লোকের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে। তাদেরকে ব্যবহার করে তারা এসব অপকর্ম করে বেড়াতো। এদিকে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে রিজেন্ট হাসপাতালের পরিচালক সাহেদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। ছবি থাকতেই পারে। কিন্তু অভিযোগ রয়েছে, সাহেদ এসব ছবিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো।

এসব ঘটনার পিছনে গডফাদার কিংবা প্রভাবশালী লোকের সম্পর্ক রয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু অদৃশ্য কারণে সেই সব লোকের নাম সামনে আসে না। তারা সব সময় আড়ালেই থেকে যায়। এখন প্রশ্ন হলো, তারা কি সরকারের ঘনিষ্ঠ লোক? নাকি সরকারের চাইতেও শক্তিশালী? যার কারণে তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় সব সময়। মানুষ জানতে চায় এসব প্রভাবশালী কারা? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না সরকার?

এসব বিষয় সামনে আসলে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা শোনা গেলেও বাস্তবে তা দেখা যায় না। তাহলে কি সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে নাকি তাদের আইনের আওতায় আনতে চায় না? করোনা ভুয়া রিপোর্ট নিয়ে বিপাকে পড়েছে অনেক প্রবাসী। যার ফলে ইতালিতে বন্ধ করে দিয়েছে বাংলাদেশীদের প্রবেশ। বহির্বিশ্বে ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশ।

স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ডিজির অনুরোধে রিজেন্টের চুক্তির অনুষ্ঠানে গিয়েছি। আর ডিজি বলছেন, মন্ত্রণালয়ের নির্দেশেই চুক্তি। এখন পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন নিজেরা। কারণ দায় নিতে চাচ্ছে না কেউ। অথচ ডা. সাবরিনা কিংবা সাহেদকে আটকের বিষয়ে অনেক বিলম্ব করতে দেখা গেছে। মানুষের সমালোচনার মুখে অনেকটা বাধ্য হয়েই আটক করা হয় তাদেরকে।

তবে তাদের সঠিক বিচার হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মাঝে। জেকেজি এবং রিজেন্ট হাসপাতালের এই অনিয়মের বিষয়ে নাকি স্বাস্থ্য অধিদপ্তর জানতো, তাহলে অধিদপ্তরের সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না? এটা মানুষের প্রশ্ন।

লেখক: যুগ্ম আহবায়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ


সর্বশেষ সংবাদ