করোনায় মৃত্যু কি অপরাধ, লুকোচ্ছেন কেন?
- আমিনুল ইসলাম
- প্রকাশ: ১৪ জুন ২০২০, ০১:৩৮ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪ PM
করোনা ভাইরাসে মারা যাওয়াটা কি অপরাধ? তাহলে আপনারা এভাবে লুকাচ্ছেন কেন? গতকাল (শনিবার) আওয়ামী লীগ নেতা নাসিম মারা গিয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আপনারা অনেক চেষ্টা করলেন- যাতে বলা যেতে পারে, তিনি করোনা ভাইরাসে মারা যাননি!
গতককাল মাঝ রাতে ধর্মপ্রতিমন্ত্রী মারা গেলেন। প্রথমে প্রচার করা হলো- তিনি বার্ধক্য জনিত কারণে মারা গিয়েছেন। এরপর প্রচার করা হলো তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। আজ জানতে পারলাম তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন।
অধ্যাপক আনিসুজ্জামান মারা গেলেন। আপনার সেখানেও লুকিয়েছেন। তার মৃত্যুর পর জানা গেল তিনি করোনা ভচাইরাসে আক্রান্ত ছিলেন! এই লুকোচুরির মানেটা আসলে কি? রাষ্ট্রীয়ভাবে এই অস্বচ্ছতার মানে কি?
এই যে মানুষজন করোনা আক্রান্ত হলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। সন্তান পিতা-মাতাকে ফেলে চলে যাচ্ছে। বাড়িওয়ালা তাড়িয়ে দিচ্ছে! এইসব তো আপনারাই শেখাচ্ছেন। আপনারা রাষ্ট্রীয়ভাবে এমন লুকোচুরি করলে, সাধারণ মানুষ তো এমন করবেই।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তো কোন অপরাধ নয়। মৃত্যু হলে সরাসরি বলে দিন- তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এতো লুকোচুরির তো দরকার নেই। (ফেসবুক থেকে সংগৃহীত)