হেরেম শরীফ ও নববী ছাড়া সৌদির সব মসজিদে নামাজ বন্ধ

  © সংগৃহীত

মসজিদে হারাম ও মসজিদে নববী ছাড়া করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবের সব মসজিদে নামাজ আদায় স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সংবাদ মাধ্যম খালিজ টাইম এসপিএ-এর বরাত দিয়ে প্রতিদেন প্রকাশ করে।

দেশটি সর্বোচ্চ ধর্মীয় নেতাদের সিদ্ধান্তে এমন নির্দেশনা দেয়া হয়েছে। করোনাভাইরাস যাতে দ্রুত না ছড়ায় সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার রাত পর্যন্ত সৌদি আরবে ১৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ আক্রান্তের খবর পাওয়া যায়নি দেশটিতে। এখন পর্যন্ত কেউ মারাও যাননি। আক্রান্তদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। অর্থাৎ, এই মুহূর্তে ১২৭ জন অসুস্থ আছেন।


সর্বশেষ সংবাদ