আমিও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পক্ষে...
- রাজিব মাহমুদ
- প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১২:৩৭ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৮ PM
করোনা ভাইরাস সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার পক্ষে অবস্থান করছি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলে বাতাসের চেয়ে দ্রুততম সময়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে।
তাছাড়া ও হলরুমগুলোতে একজন আক্রান্ত হলে সকল শিক্ষার্থীরা সহজে আক্রান্ত হবে। আক্রান্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসলে সেটি আরও বেশি ভয়াবহ হবে। তখন অনেকেই করোনা ভাইরাস বহন করে বাড়িতে যাবে। বিষয়টি এখনই গুরুত্বের সাথে বিবেচনা করার সময় এসেছে।
তাই শিক্ষামন্ত্রণালয়কে শীঘ্রই করোনাভাইরাস থেকে মুক্তি পেতে অনির্দিষ্টকালের জন্য সকল প্রতিষ্ঠান এখনই বন্ধ করা জরুরী।।
একইসঙ্গে আমরা করোনা ভাইরাস নিয়ে কোন ধরনের ট্রল করা থেকে বিরত থাকি। নিজেরা নিয়ম মেনে সুস্থ থাকি এবং অপরকেও সুস্থ থাকার পরামর্শ প্রদান করে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করি।
লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ