করোনার সময় ক্লাস নয়
- অরণি সেমন্তি খান
- প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৬:০৬ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৭ PM
শিক্ষা প্রতিষ্ঠানগুলো জনসমাগমের একটা ক্রিটিকাল পয়েন্ট। ইতালীতে ভয়াবহভাবে সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসের, যেখান থেকে ফিরেছেন অনেক প্রবাসী। এর মাঝেই আগামীকাল স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হবে বহু পরিবার। মৃত্যুর হার কম হলেও, বেশ সংক্রামক এই ভাইরাসটি। আর এটা ছড়িয়ে পড়াটা খুবই সহজ, হাঁচি কাশি, ছোঁয়ার মাধ্যমে, ব্যবহৃত জিনিসের মাধ্যমে। আবার অনেকে আছেন যারা উপসর্গ না দেখিয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছেন, বলে আমরা জানি, এদেরকে বলা হচ্ছে রিজারভয়ার বা অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার।
ধরেন এয়ারপোর্টে কর্মরত ব্যক্তি এই ইতালী ফেরতদের প্রসেসিংয়ের কাজে ছিলেন, সে বাসায় গিয়ে একবার মাত্র হাঁচি দিলেন, এরপর থেকে ছড়ালো তার সন্তানদের যারা আগামীকাল ৬ ঘন্টা কাটাবেন নানা প্রান্ত থেকে আসা সহপাঠীদের সাথে।
বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের অনেকে যাবেন গণরুমে, এমন একটা রুম যেটা ‘সুনাম’ রয়েছে সারা বছরই এরকম চর্মরোগসহ নানান রোগ ছড়ানোর কেন্দ্র হিসেবে। এভাবেই মহামারী আকার ধারণ করে একটা রোগ। মহামারী হয়নাই, তাই বলে বন্ধ ঘোষণা হবেনা, এরপর মহামারী হবে, একটা লাশ অন্তত পড়বে হেয়ালির কারণে এরপর আমরা সব বন্ধ করবো- এমনটাই কি চাচ্ছি আমরা?
পরিসংখ্যান অনুযায়ী আমরা ছাত্র যারা, এই বয়সী লোকজনদের মরার কথা না। তবে এভাবে লোকে লোকে ছড়াবে এবং খুব দ্রুত এই ভাইরাসটি ছড়িয়ে যাবে শিশু এবং বিশেষ করে বয়ষ্কদের কাছে, পরিসংখ্যান অনুযায়ী যারা বেশি সংবেদনশীল। দেখা গেছে বয়ষ্কদের মৃত্যুহার সবচেয়ে বেশি। বাড়ি ফিরে আমরা তাদের কাছেই নিয়ে যাবো তাদের মৃত্যুর কারণকে
পাশের পশ্চিমবঙ্গেও নোটিশ এসেছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের। এই ছুটি ঘোষণা করে কী ক্ষতি হবে, যদি কেউ বুঝিয়ে দিতেন ভাল হত। আর ভাইরাসটা এভাবে হেয়ালি করে ছড়িয়ে দিয়েই হবে বিশাল ক্ষতি, মানুষের অর্থনীতির আর যা কিছুর ক্ষতি আপনারা হিসাব করছেন। মুজিববর্ষ উদযাপনের হিসাব যদি হয়, তাহলে একদিকে জনগনের কথা ভেবে এটা বাতিল করা বা পেছানোতে জনগন সন্তুষ্টই হবে।
অন্যদিকে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সাথে সাথে শিশু দিবসও, জনগনের কথা ভেবে দিবসের উদযাপন পেছানো হোক, করোনা প্রতিরোধ দিবসও হোক। নেতাকর্মী মিছিল মিটিং করে এসে তাদের বাড়ির সন্তান আর বয়ষ্কদের অসুস্থ বানিয়ে দিলেন, এটাই কিন্তু হবে। অবশ্য নেতাকর্মীরা নিজেরা যে অসুস্থ হবে না এমন তো না। হাস্যকর শোনালেও করোনা ছড়ানো এতটাই সহজ।
লেখক: ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র জোট থেকে ভিপি প্রার্থী
*ফেসবুক থেকে সংগৃহীত