জনগণের টাকায় পড়ে ভাইয়ের পা চাটো কেন?
- তাসনীম আফেরোজ ইমি
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০৯:০৩ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫ PM
আবরারকে পিটিয়ে মারলো দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু ছাত্র। তুহিনকে খুন করলো তার নিজের বাবা। একদল ভ্যানগার্ড এই দুই খুন গুলিয়ে ফেলে মাছ ঢাকার চেষ্টা করলো, লাশের রাজনীতি করলো! এতে কার কি লাভ হইলো জানিনা, তবে দেশে যে মানুষ নাই, সব শুয়োরে ভরে গেসে, তা খুব নগ্নভাবে উন্মোচিত হয়ে গেল!
আরও একটা জিনিস প্রমাণিত হলো! সরকার কোটি কোটি টাকা বিনিয়োগে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে খুনি বের হয়, বিশ্বজিৎ, আবরারের মত ঘটনা ঘটে, তা মূলত জনগণের সাথে ধোকাবাজি৷ তাদের করের সাথে বেঈমানী।
জনগণের টাকায় পড়ে ভাইয়ের পা কেন চাটো? এতবড় কলিজা কে দিসে- এই প্রশ্ন গুলো জনগণ করে না।
ভিপি, শামসুন নাহার হল সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।