দুর্গোৎসব চলাকালীন সব ধরণের পরীক্ষা বন্ধের দাবি
- আবদুর রহমান, নোয়াখালী
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৮ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:০১ PM
শারদীয় দুর্গোৎসব চলাকালীন সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছেন নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাজোটের সদস্য সচিব সুমন চন্দ্র ভৌমিক। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত শামিল হয়ে থাকেন। ক্ষেত্র বিশেষ অনেকে পূজার দায়িত্বে ও থাকেন। ৪ অক্টোবর শুরু হবে শারদীয় দুর্গোৎসব। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
অথচ পূজার ১ম দিন ৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করেছে বুয়েট কর্তৃপক্ষ, পূজার ২য় দিন ৫ অক্টোবর মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করেছে মেডিকেল কর্তৃপক্ষ এবং একই দিন রংপুর (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে উপ- নির্বাচনের জন্য তারিখ নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন। সাধারণত পূজায় শিশুদের মধ্যে আনন্দ বেশি থাকে কিন্তু এইবার প্রাইমারী স্কুলের শিশুদের ছুটি মাত্র তিন দিন তাও ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর যদিও পূজা শুরু ৪ অক্টোবর। অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছুটি পাবে মাত্র ১ দিন, যা অত্যন্ত নিন্দনীয়।
শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে দিনভর ক্লাস করে, কিশোররা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে এবং প্রাপ্ত বয়স্করা রংপুরে ভোট দেওয়ার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসন্ন দুর্গোৎসব পালন করবেন। এতে তাদের পূজার আনন্দ নিরানন্দে পরিনত হবে, যা হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং গণতান্ত্রিক দেশের ধর্মীয় স্বাধীনতা খর্ব করবে বলে মনে করছি।
এমতাবস্তায়, হিন্দু সম্প্রদায়ের লোকজন তথা হিন্দু ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে শারদীয় দুর্গোৎসব চলাকালীন সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে সকল ভর্তি-একাডেমিক পরীক্ষা এবং সকল সরকারি-বেসরকারি চাকরি পরীক্ষা বন্ধ বা স্থগিতকরণ, নির্বাচনের সময়সূচী পরিবর্তন এবং আসন্ন পূজা উপলক্ষে সকল পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছি।