আজই আপনারা কমিশন করার ঘোষণা দিন
- আমিনুল ইসলাম
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০১:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থীদের এভাবে প্রতিপক্ষ বানাচ্ছে কারা? এর ফলাফল কিন্তু মোটেই ভালো হবে না। ৭ কলেজের শিক্ষার্থীরা আজ থেকে সাইন্সল্যাব অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছে। এর কি কোন দরকার ছিল?
ওরা তো একটা যৌক্তিক আন্দোলন করছে। ওদের একটা কমিশন করে দিন। কমিশন সিদ্ধান্ত দিক- আলাদা বিশ্ববিদ্যালয় করা যাবে কিনা। রাস্তায় নামার পর একজন শিক্ষার্থীরও যদি কিছু একটা হয়ে যায়। ঘটনা কিন্তু অন্য দিকে মোড় নেবে।
আমার কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। আমি সাফ জানিয়ে দিয়েছি- ওদের আন্দোলন যৌক্তিক। ওদের এই আন্দোলনের সাথে আমি পুরোপুরি একমত।
শিক্ষার্থীরা চাইছে ওদের প্রস্তাব করা কিছু নির্মোহ মানুষের সমন্বয়ে একটা কমিশন গঠন করা হোক। কমিশন সিদ্ধান্ত দিক। ওরা আমলাদের সমন্বয়ে গঠিত কমিটিকে অস্বীকার করেছে। কমিটি এবং কমিশন সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটা তাঁরা বুঝতে পেরেছে।
শিক্ষার্থীরা যেন রাস্তায় না নামে। আজই আপনারা কমিশন করার ঘোষণা দিন।
লেখক, আমিনুল ইসলাম জ্যেষ্ঠ প্রভাষক, এস্তোনিয়ান এন্ট্রাপ্রেনিউরশিপ ইউনিভার্সিটি