জিপিএ পদ্ধতিতে রেজাল্টের বিষয়ে জানেন না বিএমডিসি সভাপতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মে ২০২২, ০১:৫৯ PM , আপডেট: ১২ মে ২০২২, ০১:৫৯ PM
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজাল্ট জিপিএ পদ্ধতিতে নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
বৃহস্পতিবার (১২ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
অধ্যাপক ডা. মাহমুদ হাসান বলেন, ‘‘জিপিএ পদ্ধতিতে এমবিবিএস এর ফল প্রকাশের বিষয়ে আমি কিছু জানি না। সম্ভবত জিপিএ পদ্ধতি আগেও ছিল। আপনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকের সাথে যোগাযোগ করুন। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।’’
এর আগে গতকাল বুধবার বিএমডিসির রেজিস্ট্রার ডা. আরমান হোসেনের বরাত দিয়ে বলা হয়, মেডিকেলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জিপিএ পদ্ধতিতে রেজাল্ট নির্ধারণ করা হবে।
এমন খবর প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী বলছেন, উন্নত বিশ্বে মেডিকেলের ফল জিপিএ পদ্ধতিতেই নির্ধারণ করা হয়। এটি উচ্চশিক্ষা গ্রহণ এবং বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে অনেক সহযোগিতা করে।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়
তবে শিক্ষার্থীদের বড় একটি অংশ মেডিকেলের ফল জিপিএ পদ্ধতিতে নির্ধারণের বিরোধীতা করেছেন। তাদের মতে, জিপিএ পদ্ধতিতে রেজাল্ট নির্ধারণ করা হলে কম জিপিএ পাওয়াদের মধ্যে হতাশা তৈরি হবে, তাদের চাকরি পাওয়া কঠিন হবে ও চিকিৎসক বেকারত্ব বেড়ে যাবে।
মেডিকেলের রেজাল্টে জিপিএ পদ্ধতিতে নির্ধারণের বিষয়ে জানতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরকে কল দেওয়া হলে তিনি বিষয়টি জানেন না বলে এ প্রতিবেদককে জানান।