চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ

সুস্থ হয়ে উঠেছেন ছাত্রলীগের হামলার শিকার আকিব

সুস্থ হয়ে উঠেছেন ছাত্রলীগের হামলার শিকার আকিব
সুস্থ হয়ে উঠেছেন ছাত্রলীগের হামলার শিকার আকিব  © ফাইল ফটো

ছাত্রলীগের ভয়াবহ হামলায় মাথার হাড় ভেঙে যাওয়া চট্টগ্রাম মেডিক‌্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদী আকিব এখন সুস্থ হয়ে উঠছেন। প্রথমে লাইফ সাপোর্ট খোলা হয়েছিল, এখন তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে আনা হয়েছে। তিনি এখন উঠে বসতে পারছেন, কথা বলছেন। তার অবস্থা দ্রুত উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ সোমবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল থেকে আকিবের স্বাস্থ্যগত উন্নতির সর্বশেষ তথ্য জানা গেছে।

এ বিষয় শিক্ষার্থী আকিবের মাথায় অপারেশনকারী চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, মস্তিষ্কে গুরুতর আঘাতের শিকার আকিবের অবস্থা সন্তোষজনক উন্নতি হয়েছে। সে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি এখন বিছানায় উঠে বসতে পারছেন, কথা বলছেন। দাঁত ব্রাশসহ নিজের কাজগুলো নিজেই করতে পারছেন।

আকিব দ্রুত সময়ের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর শনিবার সকালে চমেক ছাত্রলীগের বিবাদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে একটি পক্ষের হামলায় গুরুতর আহত হন চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদী আকিব (২১)। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আকিবের মাথায় আঘাত করলে তার মাথার হাড় অনেকাংশ ভেঙে যায়। অপারেশনের পর প্রথম তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।


সর্বশেষ সংবাদ