সশরীরে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু ১৩ সেপ্টেম্বর

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম ক্লাস আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এদিন থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব।

তিনি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠাদন শুরু হবে। একই সাথে দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের পাঠদানও শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তৃতীয় ও চতুর্থ বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ খোলার ঘোষণা দেন। ওই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূরও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ