ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন
ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন  © টিডিসি ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহামারী নভেল করোনাভাইরাস এর টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হয়েছে।

শনিবার (১৯ জুন) বেলা ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ প্রফেসর ডাক্তার চিত্ত রঞ্জন দেবনাথ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৪শ’ ও পাশের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসিবি) ৮শ’ জন শিক্ষার্থীকে রোস্টার করে টিকা দেওয়া হবে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, মেডিকেল নার্সিং এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চীন থেকে আসা ৭৫ হাজার টিকা পাওয়া গেছে। প্রাতদিন ৩শ’ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।

প্রসঙ্গত, টিকা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মেডিকেল শিক্ষার্থীরা।

আরও দেখুন: 

শুধু মেডিকেল শিক্ষার্থীরাই পাচ্ছেন সিনোফার্মের টিকা

সিনোফার্মের টিকাদান শুরু কাল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও পাবেন


সর্বশেষ সংবাদ