রাজশাহী মেডিকেল কলেজ
ছাত্রলীগকর্মী থেকে ছাত্রদলের সভাপতি, ঘোষণার একদিনের মধ্যে পদ স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৮:৫২ PM

ছাত্রলীগের কর্মী থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রদলের সভাপতি হন নূর ইসলাম। এমনকি ছিল না ছাত্রত্বও, ২০২৩ সালেই এমবিবিএস শেষ করেছেন তিনি। বর্তমানে একটি প্রাইভেট হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন তিনি। তাকে সভাপতি করায় ছাত্রদলের নেতাদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। তবে কমিটি ঘোষণার একদিনের মধ্যেই ওই সভাপতির পদ স্থগিত করে কেন্দ্রীয় সংসদ।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চের ২৩ তারিখ রাজশাহী মেডিকেল কলেজ শাখার কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ঘোষিত কমিটির সভাপতি নূর ইসলামের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উত্থাপিত হওয়ায় তার পদ সাময়িক স্থগিত করা হলো। উক্ত অভিযোগের যথাযথ তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ- সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াকে দায়িত্ব প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ মঙ্গলবার এ নির্দেশনা প্রদান করেছেন।