মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ —জানাল অধিদপ্তর

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশই বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রেখেছিলেন। কিন্তু তা-ও ভর্তির ক্ষেত্রে সঠিকভাবে মানা হচ্ছিল না। তাই মেডিকেলে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার সংখ্যা বাড়াতে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। ওই রিটে গত বছরের ৬ মার্চ হাইকোর্ট মেডিকেল কলেজে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে রায় দিয়েছিল।

পরবর্তীতে দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে মেডিকেল ও ডেন্টাল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ আসন বরাদ্দ রাখা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা হচ্ছে। বুয়েটকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, আগামী শুক্রবার ২০২৩২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষা এক লাখ ৪ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। সারাদেশের ১৯টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ