রিটকারীদের আবেদন বিবেচনার সুযোগ নেই: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৮:৪০ PM , আপডেট: ২৫ জুন ২০২৩, ০৮:৪০ PM
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে আদালতে রিট করা ১২ শিক্ষার্থীর আবেদন বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
রবিবার (২৫ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘হাইকোর্টের রীট পিটিশন নং ৭৯৬৯/২০২৩ এর আলোকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছু ১২ শিক্ষার্থীর আবেদন নিষ্পত্তি করার নিদের্শনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) কর্তৃক প্রণীত এমবিবিএস/বিডিএস শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৩ অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজসমূহে স্বয়ংক্রিয় (অটোমেশন) পদ্ধতিতে অনলাইনে আবেদনকৃত শিক্ষার্থীদের জাতীয় মেধা ও পছন্দক্রম অনুযায়ী কলেজ নির্বাচন পূর্বক ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে। এই অবস্থায় আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনসমূহ বিবেচনার সুযোগ নেই। এই মর্মে আবেদনকারীগণের আবেদনের বিষয়টি নিষ্পত্তি করা হলো।’’