৭ শর্তে ডেল্টা মেডিকেলের ডেন্টাল ইউনিট নবায়নের অনুমতি

ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল  © ফাইল ফটাে

সাতটি শর্তে রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট নবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই শর্তগুলো বাস্তবায়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে অবহিত করতে বলা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-২) মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেল্টা মেডিকেল কলেজ ঢাকার ডেন্টাল ইউনিটের ২০২১-২১ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থে নিম্নলিখিত শর্তে নবায়ন করা হলো।

বিএমডিসির অধিভুক্তি হালনাগাদকরণ করতে হবে; সকল বিভাগে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করতে হবে; ডেন্টাল ইউনিটের জন্য স্বতন্ত্র গ্যালারি ও টিউটোরিয়াল রুমের ব্যবস্থা করতে হবে; মিউজিয়াম ও ল্যাবের পরিসর বৃদ্ধি করতে হবে; আধুনিক ইন্স্ট্রুমেন্টসহ সরঞ্জামাদির ঘাটতি পূরণ করতে হবে; স্বতন্ত্র ডেন্টাল লাইব্রেরি ব্যবস্থা করতে হবে; শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ ও প্রমোশনের ব্যবস্থা করতে হবে এবং প্রতিটি সাবজেক্টে সহকারী অধ্যাপকের ঘাটতি পূরণ করতে হবে।


সর্বশেষ সংবাদ