ঢাকা আলিয়াকে ‘বিশ্ববিদ্যালয়’ করার দাবি ইসলামী আন্দোলনের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৫ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৫ PM
সরকারি মাদ্রাসা-ই ঢাকা আলিয়ার চলমান ভূমি রক্ষা আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ইসলামী আন্দোলন। দলটির আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষে আজ রবিবার সংহতি প্রকাশ করেন দলের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
এসময় তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে সহমত পোষণ করেন। একই সাথে আলিয়ার ভূমি দখল করে অধিদফতর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এছাড়াও ঢাকা আলিয়ার দখলকৃত সকল জমি ফিরিয়ে দেওয়াসহ ক্যাম্পাস সম্প্রসারণকল্পে পুরাতন কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গা থেকে প্রয়োজন অনুসারে ঢাকা আলিয়াকে বরাদ্দ দেয়ার দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহসান ফয়েজী, ঢাকা মহানগর পূর্ব সহ-সভাপতি ইউসুফ পিয়াস, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, ছাত্রনেতা মাহমুদুল হাসান মাহমুদ, আব্দুর রহমানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: আলিয়া মাদ্রাসাকে ‘ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়’ করার দাবি
মাওলানা ইমতিয়াজ আলম ঢাকা আলীয়া মাদ্রাসা সংকুচিত না করে আলিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা দাবির প্রতি একাত্তা ঘোষণা করেন।
এর আগে, একই দাবিতে একাত্মতা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুও। মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করে তিনি বলেন, কলকাতা আলিয়া মাদ্রাসা কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় হতে পারলে ঢাকা আলিয়া মাদ্রাসা ‘ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়’ হতে বাধা কোথায়?