ঢাকা আলিয়াকে ‘বিশ্ববিদ্যালয়’ করার দাবি জাপা মহাসচিবের

আলিয়া মাদ্রাসাকে ‘বিশ্ববিদ্যালয়’ করার দাবি জাপা মহাসচিবের
আলিয়া মাদ্রাসাকে ‘বিশ্ববিদ্যালয়’ করার দাবি জাপা মহাসচিবের  © সংগৃহীত

মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের ৫ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। রবিবার (৩০ জানুয়ারি) মাদ্রাসাটির প্রাক্তন ছাত্র ফোরামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তিনি তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।

জাপা মহাসচিব বলেন, সরকারের আরও জায়গা থাকার পরও মাদরাসা-ই-আলিয়া ঢাকার হোস্টেল সংলগ্ন এলাকায় অধিদপ্তর ভবন নির্মাণের সিদ্ধান্ত অযৌক্তিক।

মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করে তিনি বলেন, কলকাতা আলিয়া মাদ্রাসা কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় হতে পারলে ঢাকা আলিয়া মাদ্রাসা ‘ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়’ হতে বাধা কোথায়?

আরও পড়ুন: আলিয়া মাদ্রাসাকে ‘ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়’ করার দাবি

এর আগে, রবিবার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদ্রাসা-ই-আলিয়াকে ‘ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়’ এ রূপান্তর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিবন্ধন জরুরি: শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে ৫ দফা দাবি জানান মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের সদস্য সচিব মাওলানা মোহাম্মদ সুরুজুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন- মাদ্রাসা-ই আলিয়ার প্রাক্তন ছাত্র ফোরামের আহ্বায়ক মাওলানা আজিজুল হক মুরাদ, সদস্য মাওলানা ইসমাইল ফারুক, মাওলানা আমিনুল হক, শহিদুল ইসলাম কবির, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ।

তাদের দাবিগুলো হচ্ছে- সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার নামে ৪ একর জমি দখলমুক্ত করা, ছাত্রদের আবাসন সংকট নিরসনে কমপক্ষে আরও দুইটি হল নির্মাণ করা, বর্তমান ছাত্রদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্রাবাস অবিলম্বে খুলে দেওয়া এবং ২৫০ বছরের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকাকে ‘ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়’ করা।


সর্বশেষ সংবাদ