প্রথম দিন টিকা পেল কওমির ৭শ শিক্ষার্থী
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির প্রথম দিন ঢাকার মিরপুরের দুটি মাদ্রাসার প্রায় ৭০০ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। রবিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দিকীয়া নূরানি মহিলা মাদ্রাসা ও হাজী আহমেদ আলী মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।
ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান গণমাধ্যমকে বলেন, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৭০০ জন শিক্ষার্থীকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে। ঢাকায় আরও মাদ্রাসায় টিকা দেওয়া হবে। এখনও সবগুলো মাদ্রাসা থেকে আমরা তালিকা পাইনি। কিন্তু যত মাদ্রাসা আছে সবখানে টিকা দেওয়া হবে।
মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসার কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের এই টিকা দেয়া হয়েছে।
আরও পড়ুন: কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান শুরু
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ‘ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসকারীদের জনসনের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। কারণ এটি সিঙ্গেল ডোজ টিকা।’
এদিন সন্ধ্যার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভাসমান মানুষকে টিকা দেওয়া শুরু হয়েছে। সিভিল সার্জন জানান, ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা দেওয়া হবে।
তিনি বলেন, আমরা স্টেশনে গিয়ে ছিন্নমূল ভাসমান মানুষকে টিকা দেব। কত টিকা দেওয়া হবে সেটির কোনো লক্ষ্য ঠিক করি নাই। ভাসমান মানুষকে টিকা দেওয়ার জন্য নিবন্ধন করতে হবে না। টিকা দেওয়ার পর তাদেরকে একটা কার্ডও দেওয়া হবে, ম্যানুয়াল।
গত বছরের ১ নভেম্বর দেশের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। রোববার পর্যন্ত এক কোটি ৪১ লাখ ২৬ হাজারের বেশি শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ, ২৬ লাখ ৬৬ হাজারের বেশি দ্বিতীয় ডোজ পেয়েছে।