শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান চরমোনাই পীরের

বক্তব্যে রাখছেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
বক্তব্যে রাখছেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  © সংগৃহীত

শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সচেতনতার সঙ্গে শিক্ষাগ্রহণ করার আহবান জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেছেন, আল্লাহর ওপর ভরসা রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বরিশালে চরমোনাই জামেয়া রশিদীয়া ইসলামিয়া মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ রেজাউল করীম বলেন, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রেখে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। করোনার পাশাপাশি ডেঙ্গুও দেশে মারাত্মক আকার ধারণ করেছে। সারাদেশে পাল্লা দিয়ে ডেঙ্গু বিস্তার হচ্ছে।

চরমোনাই পীর বলেন, সবাইকে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার প্রতিও সজাগ থাকতে হবে।


সর্বশেষ সংবাদ