বাগেরহাটে নিখোঁজের ২৭ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুন ২০২১, ০৬:৩১ PM , আপডেট: ০২ জুন ২০২১, ০৬:৩১ PM
বাগেরহাটের মোড়েলগঞ্জে নিখোঁজে ২৭ ঘণ্টা পরে হেফজখানার আবাসিক ছাত্র সাকিব মোল্লার (১৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার দুপুরে নিখোঁজের ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ওই ছাত্রের লাশ পাওয়া যায়।
মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামের দিনমজুর মান্নান মোল্লার ছেলে সাকিব গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি বের হয়ে আর ফেরেনি। সে স্থানীয় হরতকীতলা আবাসিক হেফজখানার ছাত্র ছিল।
অনেক খোঁজাখুজির পর সাকিবকে না পেয়ে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে ভাসমান লাশের সন্ধান মিলেছে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সাকিবের লাশ সনাক্ত করেন।
ফায়ার সার্ভিস মোড়েলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় সাকিবের লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাকিবের মরদেহ উদ্ধার হয়েছে। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।