কওমি মাদ্রাসা বন্ধই থাকছে

কওমি মাদ্রাসা
কওমি মাদ্রাসা  © ফাইল ফটো

দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি আরেক দফা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে। এই সময় সকল ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনও বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

একই ধারাবাহিকতায় আগামী ২৯ মে পর্যন্ত দেশের সব কওমি মাদ্রাসাও বন্ধ থাকবে বলে রোববার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে শনিবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন ২৪ মে খুলছে না বিশ্ববিদ্যালয়

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে দুই মন্ত্রণালয় জানায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হবে। আর এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের বাসস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। যা কয়েক দফা বাড়িয়ে ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

আরো পড়ুন

প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত


সর্বশেষ সংবাদ