৯ বছর বয়সে দাখিল পাস!

জামালপুরের মেলান্দহতে এক ব্যক্তি মাত্র ৯ বছর বয়সে দাখিল পাস করেছেন বলে তার সনদে উল্লেখ রয়েছে
জামালপুরের মেলান্দহতে এক ব্যক্তি মাত্র ৯ বছর বয়সে দাখিল পাস করেছেন বলে তার সনদে উল্লেখ রয়েছে  © ফাইল ফটো

নয় বছরে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ। কথাটি শুনতে অদ্ভুত মনে হলেও এমনটাই ঘটেছে জামালপুরের মেলান্দহতে। সংশ্লিষ্ট নির্বাচন অফিসে বয়স ঠিক করতে আসা এক ব্যক্তির দাখিল সার্টিফিকেটে এমন বয়স দৃষ্টি গোচর হয় সেখানকার নির্বাচন অফিসারের।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সেখানকার উপজেলা নির্বাচন অফিসার হোসাইন বেলাল তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন। তবে তিনি পোস্টে ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি।

তিনি জানান, একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্ডের বয়স ঠিক করার জন্য আবেদন করেছেন। আবেদনের সমর্থনে তিনি দাখিল করেছেন একটি দাখিল সার্টিফিকেট।

হোসাইন বেলাল আরও জানান, ওই দাখিল সার্টিফিকেট থেকে জানা গেছে, নয় বছর তিন মাস বয়সে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবেদনকারী ওই ব্যক্তি।

আবেদনকারী ওই ব্যক্তিকে তার সার্টিফিকেট সম্পর্কে প্রশ্ন করলে নির্বাচন অফিসারকে তিনি জানান, ‘জানি না এটা কীভাবে সম্ভব। মাদরাসা কর্তৃপক্ষ তা জানে।’

উল্লেখ্য, আবেদনকারী ওই ব্যক্তি ১৯৭১ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।


সর্বশেষ সংবাদ