০৬ অক্টোবর ২০২৫, ১২:৩০

মাদ্রাসা শিক্ষার্থীদের সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড  © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে সব শিক্ষার্থী ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পায়নি, তাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ফের সুযোগ দেওয়া হচ্ছে। বোর্ডে আবেদন করে সরাসরি ৯ম শ্রেণিতে (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন করতে পারবে তারা। রবিবার (৫ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক মোতাবেক বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত দাখিল ও আলিম এবং ইসলামি ও আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাযিল বা কামিল পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে সব শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পায়নি, সে সব শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করে সরাসরি ৯ম শ্রেণিতে (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে।

যে সব শিক্ষার্থীর বয়স ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর সে সব শিক্ষার্থী সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের বয়সসীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। আবেদনের সঙ্গে জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি, ছবি, টট লিস্ট ও প্রয়োজনীয় বোর্ড ফি দিতে হবে।

আরও পড়ুন: কারিগরিতে অষ্টম শ্রেণির বৃত্তির নীতিমালা প্রকাশ, থাকবে সাধারণ ও ট্যালেন্টপুল কোটা

রেজিস্ট্রেশন ফি জমার (বিলম্বসহ) বর্ধিত সময়সীমা ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। শুধু রেজিস্ট্রেশন সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করতে হবে। বোর্ডের আওতাধীন অনুমোদিত মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের এ চিঠি দেওয়া হয়েছে।