দীর্ঘ ছুটি, পরীক্ষার দুশ্চিন্তায় তা'মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা
রমজান ও ঈদুল ফিতরের ছুটির পর মাত্র দেড় মাসের মাথায় আবারও দীর্ঘ ছুটিতে যাচ্ছে গাজীপুরের তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে ঘিরে ২৯ মে থেকে ২২ জুন পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার (২৯ মে) এক অফিসিয়াল নোটিশে জানানো হয়।
তবে এই ছুটি শিক্ষার্থীদের জন্য যেমন আনন্দের, তেমনি পরীক্ষার চিন্তায় পরিণত হয়েছে এক ধরনের মানসিক চাপেও। কারণ, ছুটি শেষে মাত্র দুই দিন পর, ২৬ জুন থেকেই শুরু হচ্ছে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষা।
মাদ্রাসা এবং এর অধীন ছাত্রাবাস ও মেস বন্ধ থাকায় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে প্রস্তুতির সুযোগ পাচ্ছেন না।
আরও পড়ুন: আপিল শুনানি শেষ: মেজর সিনহা হত্যা মামলার রায় ২ জুন
আলিম পরীক্ষার্থী মুহাম্মদ শাহেদ বলেন, “আমরা জীবনের গুরুত্বপূর্ণ এক পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছি। অথচ ছুটির এই সময়ে ঠিকঠাক প্রস্তুতি নিতে পারছি না। বাড়ির পরিবেশে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।”
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ছুটির মেয়াদ দীর্ঘ হওয়ার কারণ হলো ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটিকে একত্রিত করা।
তবে শুধু আলিম নয়, ইবতেদায়ী থেকে দাখিল স্তরের শিক্ষার্থীরাও পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায়। তাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে ৩০ জুন থেকে।
দাখিল নবম শ্রেণির শিক্ষার্থী আনাস হোসেন সৌরভ বলেন, “দুই ঈদের ছুটিতে মিলিয়ে প্রায় দুই মাসের মতো ক্লাস বন্ধ থাকছে। এতে পড়াশোনার ধারা ব্যাহত হচ্ছে।”
সপ্তম শ্রেণির শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, “ছুটি মানেই আনন্দ, কিন্তু পরীক্ষার চিন্তা মাথায় থাকলে সেই আনন্দও থাকে না।”
অভিভাবকরা বলছেন, দীর্ঘ ছুটি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনলাইনে গাইডলাইন বা স্বল্প সময়ের পড়াশোনা ব্যবস্থার সুযোগ থাকলে তাদের মানসিক চাপ কিছুটা হলেও কমত।