২০ মে ২০২৫, ১৬:২২

যোগদানের ২য় দিনেই হলে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নিলেন অধ্যক্ষ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক প্রতিষ্ঠানের দুই আবাসিক হল পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজখবর নেন  © টিডিসি

দায়িত্ব গ্রহণের পরেরদিনই সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক প্রতিষ্ঠানের দুই আবাসিক হল (আল্লামা কাশগরী (রহ.) ও মুফতি আমিমুল এহসান হল) পরিদর্শন করে শিক্ষার্থীদের সার্বিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। 

আজ মঙ্গলবার (২০ মে) সকালে অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল হক শিক্ষার্থীদের কক্ষ পরিদর্শনকালে তাদের খাবার পানির মান, আবাসিক হলের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 

এ সময় তিনি ক্যান্টিনে গিয়ে খাবারের মান নিজেই তদারকি করেন এবং শিক্ষার্থী-শিক্ষক উভয়কেই নিয়মিত ক্যান্টিনে খাবার গ্রহণের আহ্বান জানান, যাতে খাবারের মান ও পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব হয়।

আরও পড়ুন: দুই পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর হামলা, বিচার দাবি ছাত্রশিবিরের

প্রফেসর ওবায়দুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। আমি আল্লামা কাশগরী (রহ.) হলে ১১৮ নম্বর কক্ষে থেকে আমার অ্যাকাডেমিক জীবন শুরু করেছিলাম। আজ আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে তোমাদের মাঝে ফিরে এসেছি। তোমরা হলে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করো এবং আগামী বাংলাদেশের জন্য নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলো।

আরও পড়ুন: ফের শাহবাগ মোড় অবরোধ ছাত্রদলের

এদিকে, নবনিযুক্ত অধ্যক্ষের এমন উদ্যোগী কার্যক্রম ও আন্তরিকতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, অধ্যাপক ওবায়দুল হকের নেতৃত্বে মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা আরও একধাপ এগিয়ে যাবে অ্যাকাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলায়।