লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ২০২৫ সালের বই বিতরণ

বকুল বেগম আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় বই বিতরণ
বকুল বেগম আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় বই বিতরণ  © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের জেলার চন্দ্রগঞ্জে পশ্চিম লতিফপুর, বকুল বেগম আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় ২০২৫ সালের বই বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৪জানুয়ারি) ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম চলে। বকুল বেগম আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চন্দ্রগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক ও সমাজ সেবক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আরবি প্রফেসর মাওলানা শওকত আলী, আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সম্মানিত প্রধান শিক্ষক জনাব মহি উদ্দিন

আরো উপস্থিত ছিলেন আমানি লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ের এর সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমির জনাব আব্দুল হান্নান।
 
উপস্থিত ছিলেন চন্দ্রগন্জ প্রেস ক্লাবের সদস্য আজিম, লতিপুরের বিএনপির (যুবদল) সভাপতি মো: আল আমিন ভুইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মীর মো: মনির হোসেন। সভাপতিত্ব করেন বকুল বেগম আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


সর্বশেষ সংবাদ