বেতন বাড়ল ইবতেদায়ি শিক্ষকদের

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান (এমপিও) বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইবতেদায়ি প্রধানদের বেতন ২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িযে ৩ হাজার ৫০০ টাকা এবং  সহকারী ও জুনিয়র শিক্ষকদের বেতন ২ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৩০০ টাকা করা হয়েছে। শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা নিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে।  

বুধবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান ২ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার ৫০০ টাকা এবং সহকারী ও জুনিয়র শিক্ষকের মাসিক অনুদান ২ হাজার ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার ৩০০ টাকা শর্তসাপেক্ষে উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এতে আরো বলা হয়, শুধু কর্মরত শিক্ষকদেরকে এ অনুদান দিতে হবে এবং এ অনুদান দিতে সরকারের যাবতীয় আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।


সর্বশেষ সংবাদ