মাদরাসায় দুর্নীতি থামাতে চলছে শুদ্ধি অভিযান

  © ফাইল ফটো

দুর্নীতি বন্ধ করতে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ সালের আগস্টে শুদ্ধি অভিযান শুরু করে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।   এই অভিযান শুরু করলে নিয়োগ জালিয়াতি, ভুয়া সনদ, এমপিও জালিয়াতির চেষ্টাসহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে। অনিয়মের সঙ্গে জড়িত মাদ্রাসার বিরুদ্ধে একের পর পর এক ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি। 

গত তিন মাসে শতাধিক মাদ্রাসা ও সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের কারণে তাদের এমপিও স্থগিত, অভিযোগের তদন্ত, কারণ দর্শানোর নোটিশ করে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। শুদ্ধি অভিযানের পর সারা দেশের মাদ্রাসাগুলোর অনিয়ম-দুর্নীতির আরও অভিযোগ পায় এবং অভিযোগ প্রমাণের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন বলেন, ‘শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে। এতে অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা অভিযোগের সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।’

এর আগে জাকির হোসাইন জানিয়েছিলেন, ‘নিয়োগ ও এমপিও জালিয়াতির কারণে মাদ্রাসার শত শত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষকরা যাতে ক্লাস ফাঁকি না দেন এবং দুর্নীতি করতে না পারেন, সে জন্য তাৎক্ষণিক পরিদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ২২ জন কর্মকর্তা এই দায়িত্ব পালন করছেন।’


সর্বশেষ সংবাদ