পুঁইশাক খেয়ে হাসপাতালে একই মাদ্রাসার ২৪ শিক্ষক-শিক্ষার্থী

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক ও শিক্ষার্থীরা
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক ও শিক্ষার্থীরা  © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে মাদ্রাসার ২১ শিক্ষার্থী ও তিন শিক্ষক খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তারা পৌর শহরের তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী।

মাদ্রাসাটিতে ৬০ ছাত্র ও তিন শিক্ষক রয়েছেন। বুধবার সন্ধ্যায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাছ ও পুঁইশাক রান্না করেন এক বাবুর্চি। রাত সাড়ে ৯টায় ওই খাবার খান তারা।

ওইদিন রাত সাড়ে ১২টার দিকে সহকারী শিক্ষক আব্দুল জলিল অসুস্থ হয়ে পড়েন। তিনি পেট ব্যথা, পাতলা পায়খানা ও বমি করেন। এরপর রাত ৩টার দিকে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার মোহতামিম হামিদুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসে ওষুধ নিয়ে যান। এতে অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তিনিসহ ২৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

শিক্ষার্থী রিফাত আহম্মেদ বলেন, রাতে আমরা পুঁইশাক ও মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে যাই। মাঝরাতে আমাদের অনেকের পেট ব্যথা, পাতলা পায়খানা ও বমি শুরু হয়।

মাদ্রাসার মোহতামিম মো. হামিদুর রহমান বলেন, প্রতি সপ্তাহেই এমন খাবার খান তাঁরা। এমন ঘটনা এবারই প্রথম হলো বলেও জানান তিনি।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, খাদ্যে বিষক্রিয়া হওয়ায় হাসপাতালে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ