মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াতের নির্দেশ

ক্লাস নিচ্ছেন শিক্ষক
ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ফটো

মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ পালনের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন এ নতুন নির্দেশনা জারি করেন। 

নির্দেশনায় বলা হয়, মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। আদেশটি সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।

এর আগে ৩ এপ্রিল মাদ্রাসা অধিদপ্তর থেকে সব মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গল শোভাযাত্রা পালনের পরিবর্তে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত গাওয়ার নির্দেশ দেওয়া হলো।

নতুন নির্দেশনা দেওয়া প্রসঙ্গে মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, আগে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনাকে সংযুক্ত করে নির্দেশনা দিয়েছিলাম। বিষয়টি নিয়ে নানা সমালোচনা হওয়ায় এখন নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ইত্যাদি কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠান চাইলে নববর্ষের অন্যান্য কার্যক্রম করতে পারবেন।  


সর্বশেষ সংবাদ