১০ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৬

মোটরসাইকেল দুর্ঘটনায় কোরআনে হাফেজ নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় কোরআনে হাফেজ নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ জুবায়ের   © সংগৃহীত

সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ জুবায়ের আহমেদ (১৫) নামে এক কোরআনে হাফেজ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পলিটেকনিক ছাত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলল প্রেমিক

নিহত হাফেজ শেখ জুবায়ের আহমেদ শহরের পলাশপোল পূর্বপাড়া এলাকার শেখ কবিরুজ্জামানের ছেলে। আহত অপর দুজন হলেন, রাহাত আলী (১৬) ও তরিকুল ইসলাম (২৬)। তাদের দুজনকে সাতক্ষীরার হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও সংগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জুবায়েরের বাবা শেখ কবিরুজ্জামান জানান, জোবায়ের ও তার বন্ধু রাহাত আলী সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। জুবায়ের পেছনের সিটে বসা ছিল। এসময় বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলে তরিকুল ইসলাম নামের এক যুবক দ্রুতগতিতে আসছিল। পরে দুজনেই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলেই মারা যায়।