আমাদের প্রথম সেলফি!

  © সংগৃহীত

পরিচালক-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ব্যক্তিগত জীবনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। শাওনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বরণ করার আগে প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের সঙ্গে বিচ্ছেদ হয়। তারপরও দীর্ঘদিন আলোচনায় ছিল হুমায়ূন-শাওনের বিয়ে।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে হুমায়ূন আহমেদ-শাওন নিঃসন্দেহে অন্যতম ‘সফল’ জুটি৷ ২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হুমায়ূন আহমেদ। হুমায়ূন-শাওন দম্পতির প্রথম পুত্রসন্তান নিশাদ হুমায়ূন জন্মগ্রহণ করে ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি। আর ২০১০ সালের ৬ সেপ্টেম্বর দ্বিতীয় পুত্রসন্তান নিনিত হুমায়ূন পৃথিবীর আলো দেখে।

হুমায়ূন আহমেদ মারা যাওয়ার কিছুদিন আগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শাওন। তিনি আজ বৃহস্পতিবার (১৮ জুন) তাঁর ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের প্রথম সেলফি! এটাকে যে সেলফি বলে ঐ সময়ে তা-ও জানতাম না। শুধু মুহূর্তটা বন্দী করতে চেয়েছিলাম।’

তিনি আরও লিখেছেন, ‘দিনটি ছিল সোমবার, ১৮ জুন, ২০১২ সাল। কোলন সার্জারির ৭ম দিনে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফেরার ছুটি পেয়ে আনন্দিত হুমায়ূন বলেছিলেন, এসো দু’জনের একটা ছবি তুলি!’


সর্বশেষ সংবাদ