নোয়াখালীর আঞ্চলিক গানের ‘সম্রাট’ হাশেম আর নেই

নোয়াখালীর আঞ্চলিক গানের ‘সম্রাট’ নামে পরিচিত গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মো. হাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।

তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গোলাম কুদ্দুছ জানান, ঢাকা সংগীত মহাবিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন হাশেম। শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়ে নোয়াখালী সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, কবিরহাট সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

অধ্যাপক হাশেম নোয়াখালীর নিজস্ব সংস্কৃতি, লোকজ বিভিন্ন আচার নিয়ে অজস্র গান রচনা করেছেন, যেগুলো বেতারেও প্রচার হয়েছে। নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ ছিলেন হাশেম।


সর্বশেষ সংবাদ