কবি সাজেদুল হকের ‘স্বপ্নের চুড়ি’
- সাজেদুল হক
- প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০৯:১৭ PM , আপডেট: ১৬ জুন ২০১৯, ০১:৫৪ AM
স্বপ্নের চুড়ি আমার দুমড়ে মুচড়ে কাঁচ-ভাঙা হয়ে
গেলো!
বৃষ্টি বিলাসী রাতে বাদল দিনের কদমফুল ফুটলো।
নাম না জানা শহরে, অনির্দিষ্ট গন্তব্যে ভবঘুরে পথিক
রওনা হলো;
সাদাকালো রঙ, মরিচাধরা অবয়ব, স্নিগ্ধ শরীরে
জলবায়ুর কম্পন।
শঙ্খচিল উড়ে গেলো, বিদঘুটে জোছনায় নিশুতি
পরিবারে অপেক্ষাগুলো জানলা দিয়ে ঘরপালালো।
অভাবের শহরে তুমি আমার-তৃষ্ণার্ত কাক, সময়ের
পাদদেশে অনভোরঙা আকাশে বিষাদগ্রস্ত
মেঘ,
রোজকার অনিয়ম ছন্দপতনে ভাবলেশহীন।
সাজেদুল হক
শিক্ষার্থী, ঢাকা কলেজ
সমাজবিজ্ঞান, দ্বিতীয় বর্ষ