বসন্ত উৎসবে বর্ণিল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসন্তের উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসন্তের উৎসব  © সংগৃহীত

ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। দিনটি বরণে তাই নানা বয়সী মানুষের আয়োজনের যেন কমতি নেই। দেশজুড়েই যেন চলছে উৎসবের আমেজ। প্রতিবছরের ন্যায় এবারো এ উৎসবের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা।

আজ বুধবার সকাল থেকেই সেখানে হলুদের আবহ। বসন্তপ্রেমীদের পদচারণায় যেন মুখর হয়ে উঠেছে। বসন্ত উৎসব উপলক্ষে সেখানে আয়োজিত অনুষ্ঠানে চলছে নানা ধরণের পরিবেশনা। বকুলতলায়  ২৪ বছর ধরে এই আয়োজন হয়ে আসছে বসন্ত উপলক্ষে।

শুধু চারুকলায় নয় সকাল থেকেই বর্ণিল পোশাক পরে ক্যাম্পাসে এসেছেন নানা বয়সের মানুষ। তবে তরুণ-তরুণীদের  উপস্থিতিই চোখে পড়ার মতো। অনেকে নিজ পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন ক্যাম্পাসে। ছোট শিশুদেরও বর্ণিল পোশাকে ক্যাম্পাসেে এনেছেন তারা। সবমিলিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়েই যেন বসন্তের আবহ।

নারীরা বসন্তের সাজে সাজার পাশাপাশি মাথায় পরেছেন গাঁদা ফুলের মালা। পরনে বাসন্তী রঙের শাড়ি। হাতে রয়েছে রেশমি চুড়ি। বসন্ত উপলক্ষে পুরুষরাও পরেছেন রঙিন পাঞ্জাবি, ফতুয়া- যার অধিকাংশই হলুদ। সবমিলিয়ে আজ গোটা ক্যাম্পাস যেন বসন্তের রঙে মিলেমিশে একাকার। 

চারুকলার বকুলতলায় গানের সুর, নৃত্যের তাল আর বাদ্যের ঝঙ্কারে যেন মুখর হয়ে ওঠে সকাল থেকেই। সকাল থেকেই সেখানে গানের পাশাপাশি চলে কবিতা ও নৃত্য পরিবেশনাও। এবারও দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন জাতীয় বসন্তবরণ উদযাপন পরিষদ। বকুলতলায় সকাল ৭টা  ১০টা পর্যন্ত প্রথম পর্ব অনুষ্ঠিত হওয়ার পর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বসন্ত উৎসবের দ্বিতীয় পর্ব চলবে।


সর্বশেষ সংবাদ