ছাত্র-জনতার ওপর জোড়া হাতে গুলি করে ভাইরাল রুবেলের সহযোগী গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:১১ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১০:১১ AM
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তাদের ওপর গুলির ঘটনায় করা মামলায় যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি। নগরীর ভেড়িপাড়া মোড় এলাকায় তার বাড়ি। ছাত্র-জনতার ওপর জোড়া হাতে গুলিবর্ষণ করে ভাইরাল রুবেলের সহযোগী ছিলেন তিনি।
আরো পড়ুন: রাত আড়াইটায় পঙ্গু হাসপাতালে মাহফুজসহ ৪ উপদেষ্টা, অতঃপর...
বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাজশাহীর আলুপট্টি এলাকায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলিবর্ষণ করেন রনি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অস্ত্রধারী তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এতে জানানো হয়েছে।