প্রতিমাসে ৪০ হাজার টাকাসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঙ্গবন্ধু পিএইচডি বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় “বঙ্গবন্ধু পিএইচ.ডি ছাত্র বৃত্তি” প্রদানের লক্ষ্যে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং শর্তাধীনে বাংলাদেশের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়া হবে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর অর্থায়নে এবং শর্তাধীনে বাংলাদেশের সকল সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের বিভাগসমূহ এবং সকল ইনস্টিটিউটের পিএইচ.ডি গবেষকদের মধ্যে ২টি “বঙ্গবন্ধু পিএইচ.ডি ছাত্র বৃত্তি” প্রদান করা হবে। বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।

বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://du.ac.bd পাওয়া যাবে।
*বঙ্গবন্ধু পিএইচডি গবেষণা বৃত্তি সর্বোচ্চ তিন বছরের জন্য প্রদান করা হবে।
*এই গবেষণা বৃত্তি প্রত্যেক গবেষককে প্রতি মাসে ৪০ হাজার টাকা প্রদান করা হবে।

এছাড়া গবেষণা কাজের অন্যান্যা সহায়তা হিসেবে সর্বমোট ৩৫ হাজার টাকা প্রদান করা হবে।

আবেদন ফরম দেখতে ক্লিক করুন-

অফিশিয়াল ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ