মেডিকেল-এমআইএসটিতেও সুযোগ পেয়েছিলেন আইইউটিতে তৃতীয় নাফিস
সদ্য প্রকাশিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষার সম্মিলিত মেরিট লিস্টে নাফিস আলম আদিয়াত তৃতীয় স্থান অর্জন করেছেন। তার জীবনের বিভিন্ন গল্প নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন তিনি। তার কথাগুলো শুনেছেন তাওফিকুল ইসলাম হিমেল।
দ্যা ডেইলি ক্যম্পাস: আপনার শৈশব নিয়ে জানতে চাই?
নাফিস আলম আদিয়াত: আমার বাবার নাম নূর-ই-আলম, পেশায় একজন ব্যাংকার। আমার মা নাহিদা আক্তার একজন গৃহিণী। আমার জন্মস্থান নরসিংদী। বাবার ট্রান্সফারের চাকরির কারণে ২/৩টা আলাদা শহরে আমার শৈশব কাটে। ক্লাস সিক্স থেকে কলেজ পর্যন্ত রাজউক কলেজে পড়ি।
দ্যা ডেইলি ক্যম্পাস: আইইউটির রেজাল্ট দেরখার পর অনুভূতি কেমন ছিলো?
নাফিস আলম আদিয়াত: I still can't believe my eyes, বারবার রেজাল্ট বের করে দেখছি আর ভাবছি 'এটা সত্যি তো’?
দ্যা ডেইলি ক্যম্পাস: আইইউটি ভর্তির জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন?
নাফিস আলম আদিয়াত: আলাদা করে কোনো প্রস্তুতি নেইনি আসলে ইঞ্জিনিয়ারিং-এর সাধারণ প্রস্তুতিই নিচ্ছিলাম। তবে প্রথম কোশ্চেন ব্যাংক সলভ করেছি।
দ্যা ডেইলি ক্যম্পাস: আইইউটি নিয়ে আপনার ধারণা কী?
নাফিস আলম আদিয়াত: An international university that offers international degree which can help in job sectors all over the world.
দ্যা ডেইলি ক্যম্পাস: আইইউটি ভর্তি পরীক্ষায় কতটির মত প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছেন বলে আপনি মনে করেন?
নাফিস আলম আদিয়াত: আমার ধারণা ৮৫+ প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছি আমি।
দ্যা ডেইলি ক্যম্পাস: কোথায় কোচিং করেছেন?
নাফিস আলম আদিয়াত: ACS + Brain Stormers আর উদ্ভাসে শুধুমাত্র পরীক্ষা দিতাম।
দ্যা ডেইলি ক্যম্পাস: এখন পর্যন্ত কোথায় কোথায় চান্স পেয়েছেন?
নাফিস আলম আদিয়াত: রাজশাহী মেডিকেলে, এমআইএসটিতে চান্স পেয়েছিলাম।
দ্যা ডেইলি ক্যম্পাস: দিনে কতক্ষণ পড়াশোনা করতেন?
নাফিস আলম আদিয়াত: আমি প্রতিদিন গড়ে ১২-১৩ ঘণ্টা পড়াশোনা করতাম।
আরও পড়ুন: এমআইএসটিতে প্রথম হওয়া সুবাহ আইইউটিতে হলেন ষষ্ঠ
দ্যা ডেইলি ক্যম্পাস: আপনার অনুপ্রেরণা কে?
নাফিস আলম আদিয়াত: My mother, who went through so many hardships for me and my best friend Shafin Ahmed who pushes me every single day to do my best.
দ্যা ডেইলি ক্যম্পাস: ভবিষ্যৎ পরিকল্পনা কী?
নাফিস আলম আদিয়াত: বুয়েটে ভর্তি পরীক্ষা দিব সেখানে যদি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে না পারি তাহলে আইইউটিতেই সিএসই তে পড়বো।
দ্যা ডেইলি ক্যম্পাস: আপনার সফলতার পেছনে বিশেষ কোন ব্যক্তিদের নাম উল্লেখ করতে চান?
নাফিস আলম আদিয়াত: আমার আম্মু, আমার আব্বু, আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমার সাফল্যের পেছনে রয়েছে। আর টিচারদের মধ্যে ইরাম তাহমিদ ভাইয়া আছেন যিনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।
দ্যা ডেইলি ক্যম্পাস: আপনার জীবনে কী উল্লেখযোগ্য কোন স্ট্রাগলের গল্প আছে, যেটা বলতে চান
নাফিস আলম আদিয়াত: এসএসসিতে আমি গোল্ডেন মিস করেছিলাম আর রেজাল্টও খারাপ ছিল। পরে এনডিতেও চান্স পাইনি। জীবনের সবচেয়ে বাজে সময় ছিল এটা। তবে আমার পরিবার, বন্ধুরা আমার উপর বিশ্বাস করত, তাদের মর্যাদা রাখতেই আমার সর্বোচ্চটা দিয়েছি আমি। আল্লাহ তায়ালা যা করেন ভালোর জন্যেই করেন। এটা আজ বুঝতে পারি আলহামদুলিল্লাহ।
দ্যা ডেইলি ক্যম্পাস: জীবনের সবথেকে স্মরণীয় কোন সম্পর্কে ঘটনা বলুন।
নাফিস আলম আদিয়াত: জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা বলতে এই এসএসসির ঘটনাটাই আসলে।
দ্যা ডেইলি ক্যম্পাস: জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলুন
নাফিস আলম আদিয়াত: জুনিয়রদের উদ্দেশ্যে একটাই উপদেশ আমার যে, ভাইয়া তোমরা প্রতিদিন ধারাবাহিকভাবে পড়। একদিন ১৫ ঘণ্টা পড়ে তারপর দুই দিন রেস্ট এই রকম কিছু করবা না। প্রতিদিন ৪ ঘণ্টা পড়াও এনাফ। তবে ভর্তি পরীক্ষার আগে এটা বাড়িয়ে ১২-১৩ ঘণ্টাও পড়তে হবে।