এইচএসসিতে এগিয়ে মেয়েরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৮ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৬ PM
এইচএসসি ও সমমানের পরীক্ষার জিপিএ-৫ এবং পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ১৪ শতাংশ, আর মেয়েদের ৯৬ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়া মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৪০৬ জন অন্যদিকে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৮৬ হাজার ৭৬৩ জন। মেয়েদের ১৫.৬১ শতাংশ এবং ছেলেদের ১২.১৩ শতাংশ জিপিএ–৫ পেয়েছে।
আজ রবিবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।
এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১৫ হাজার ৫১৬ ও ছাত্রী ৬ লাখ ৫৬ হাজার ১৬৫ জন। পাস করেছেন ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন ছাত্রী।
২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষার্থীদের ফল প্রক্রিয়া করছে শিক্ষা বোর্ডগুলো।