লালমাটিয়া মহিলা কলেজ সরকারি হলো

লালমাটিয়া মহিলা কলেজ
লালমাটিয়া মহিলা কলেজ  © ফাইল ছবি

সরকারিকরণ করা হয়েছে লালমাটিয়া মহিলা কলেজকে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’-এর আলোকে ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন ‘লালমাটিয়া মহিলা কলেজ’ গত ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে সরকারি করা হলো।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই ৫৮ বিশ্ববিদ্যালয়ে

২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ শুরু করা হয়। এর অংশ হিসেবে সর্বশেষ মঙ্গলবার (৪ জানুয়ারি) লালমাটিয়া মহিলা কলেজ।

১৯৬৬ সালে লালমাটিয়া মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। এখানে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক কোর্সের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস, সম্মান, মাস্টার্স প্রিলিমিনারি এবং ফাইনাল কোর্স পড়ানো হয়।

আরও পড়ুন: সংক্রমণ বাড়লে ফের লকডাউন

কলেজটি ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক স্তরে ঢাকা মহানগরের শ্রেষ্ঠ কলেজের গৌরব অর্জন করেছেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‍্যাংকিং-২০১৫ এ সমগ্র বাংলাদেশের সরকারি ও বেসরকারী পর্যায়ের অনার্স ও মাস্টার্স কলেজের মধ্যে ১০ম এবং বেসরকারী কলেজের মধ্যে ২য় স্থান অধিকার করেন। ঢাকা ময়মনসিংহ অঞ্চলের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে দেশের অন্যতম সেরা পোস্ট গ্রাজুয়েট কলেজ হওয়ার গৌরব অর্জন করেন এবং মহিলা কলেজগুলো মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। বর্তমানে এই কলেজে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যযন করছে।


সর্বশেষ সংবাদ