এইচএসসি পরীক্ষা: একদিনেই অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ১৪
চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বহিষ্কার করা হয় চারজন শিক্ষকসহ ১০ শিক্ষার্থীকে। রোববার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল-বিকাল দুই শিফটে সাধারণ ও মাদ্রাসা বোর্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্রের পরীক্ষায় সকালে নয়টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৯৮ জন। এর মধ্যে বরিশাল বোর্ডে আটজন, যশোরে এক এবং কুমিল্লা বোর্ডের চারজন কেন্দ্র পরিদর্শককে বহিষ্কার করা হয়। আর বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল পাঁচ হাজার ১৩৯ জন। তবে এসময় কাউকে বহিষ্কার করা হয়নি।
আরও পড়ুন: হস্তান্তরের দু’মাসেই খসে পড়লো রাবির শেখ রাসেল স্কুলের টাইলস
অন্যদিকে আজ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ও মানতিক, রসায়ন দ্বিতীয়পত্র ও তাজবিহ দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বোর্ডর অধীনে সারাদেশে সাত হাজার ৩৪৫ জন অনুপস্থিত ছিল। বিকালে অসাধুপন্থা অবলম্বন করার দায়ে নোয়াখালীতে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সাধারণত প্রতিবছরের এপ্রিল মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে থাকে। তবে এ বছর মহামারি করোনার কারণে পরীক্ষা শুরু হয়েছে ২ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা।
আরও পড়ুন: ‘শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত করা হয়নি’
তথ্যমতে, এ বছর দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী পাঁচ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এতে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন। ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম বা ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এতে ছাত্র এক লাখ চার হাজার ৮২৭ জন। ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।