নির্দেশনা অমান্য: ঢাকা বোর্ডের ৪৮ কলেজের ফরম পূরণ স্থগিত

নির্দেশনা অমান্য: ঢাকা বোর্ডের ৪৮ কলেজের ফরম পূরণ স্থগিত
নির্দেশনা অমান্য: ঢাকা বোর্ডের ৪৮ কলেজের ফরম পূরণ স্থগিত  © টিডিসি ফাইল ফটো

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ। কিন্তু নির্দেশনা অমান্য করায় ঢাকা বোর্ডের ৪৮টি কলেজের ফরম পূরণ স্থগিত করেছে কর্তৃপক্ষ। কলেজগুলোর বিরুদ্ধে অভিযোগ তারা বোর্ডের নির্দেশনা অনুযায়ি কাজ করেনি। তাই  ৪৮টি কলেজের ফরম পূরণ স্থগিত করেছে ঢাকা বোর্ড। এক আদেশে এ তথ্য জানায় ঢাকা বোর্ড।

ফরম পূরণ স্থগিত হওয়া কলেজগুলো হলো-

ঢাকার মিরপুরের খান ইন্টারন্যাশনাল কলেজ, নিউ ক্যাসেল কলেজ, হলিফ্যামিলি পাবলিক কলেজ, পল্লবীর বেলাল আহমেদ কলেজ, খিলগাঁওয়ের বাংলাদেশ আইডিয়াল কলেজ, তেজগাঁওয়ের বিকল্প মডেল কলেজ, ঢাকা ইন্ডিপেন্ডেন্ট কলেজ, কাফরুলের গ্লোরি কলেজ, মোহম্মদপুরের ঢাকা এডিনবার্গ ইন্টারন্যাশনাল কলেজ, নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ, ডেমরার আইডিয়াল ল্যাবরেটরি কলেজ, লালবাগের নতুন পল্টন লাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গুলশানের রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজ, রাজধানীর ধানমণ্ডির কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সমতা কলেজ, সাভারের নিউ সৃষ্টি কলেজ, লিজেন্ড কলেজ, সাভার মডেল কলেজ, কেরাণীগঞ্জ রেসিডেনসিয়ালি কলেজ।

তালিকায় আরও আছে, মানিকগঞ্জ সদরের ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ, ঘিওরের ডা. আব্দুর রহিম খান মহিলা কলেজ, সাটুরিয়ার বালিয়াটী কলেজ, টাঙ্গাইলের মধুপুরের মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজ, আউশনারা কলেজ, নাগরপুরের জরিপন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমার্স কলেজ, কিশোরগঞ্জের কুলিয়ারচরের আবুল কাশেম কলেজ, পাকুন্দিয়ার জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ সদরের লে. কর্নেল (অব:) করিম ভূইয়া কলেজ, ফরিদপুর সদরের লতিফুন্নেসা রেসিডেন্সিয়াল কলেজ, নগরকান্দা সৈয়দা সাজেদা চৌধুরী হাইস্কুল এন্ড কলেজ ও মধুখালীর ডা. নাহিদা রহমান গার্লস কলেজ।

তালিকায় অন্য কলেজগুলো হল- উত্তরা ত্রিডেন্স কলেজ, ঢাকা সেন্ট্রাল কলেজ, আমেরিকান কলেজ, উত্তরা আইডিয়াল কমার্স কলেজ, ন্যাশনাল পাবলিক কলেজ, দি ব্রিলিয়ান্ট কলেজ, সৃষ্টি সেন্ট্রাল কলেজ, নারায়ণগঞ্জ সদরের কানাইনগর সোবহানিয়া স্কুল এন্ড কলেজ, ফতুল্লার এ্যারিবস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, সিদ্ধিরগঞ্জের ইস্টার্ন আইডিয়াল কলেজ, সোনারগাঁর বারদী হাই স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুররে টঙ্গীর দি স্কলার্স কলেজ, গোপালগঞ্জ সদরের ডা. দেলোয়ার হোসেন মেমোরিয়াল কলেজ, কাশিয়ানীর রাতৈল আইডিয়াল কলেজ, মুকসুদপুরের দুরবাশু আদর্শ হাইস্কুল এন্ড কলেজ, রাজবাড়ীর পাংশার মাজবাগী জাহানারা বেগম কলেজ।


সর্বশেষ সংবাদ