শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল দুপুর ১ টায়

ডা. দীপু মনি
ডা. দীপু মনি

সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কাল বুধবার দুপুর ১ টায় এইচএসসি পরীক্ষা নিয়ে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন তিনি।

মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা  এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন,  এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসতে পারি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রমতে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুর চিন্তা রয়েছে এবং সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। চিন্তা অনুযায়ী পরীক্ষার জন্য পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে ৫০ শতাংশের মধ্যে প্রতিটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

এই পরীক্ষায় মোট বিষয় কমানোর চিন্তাও আছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এ চিন্তা শেষ পর্যন্ত বাস্তবায়ন না করে সময়োপযোগী ভিন্ন কোনো উপায়ে পরীক্ষা আয়োজন করা হতে পারে।

গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, মন্ত্রণালয়ের আরও একটি সভা রয়েছে। সেটার পর আমরা এইচএসসি পরীক্ষার ব্যাপারে একটি সুনির্দিষ্ট ধারণা দিতে পারব। সেটি আগামী সোম কিংবা মঙ্গলবারের মধ্যে জানাতে পারবো বলে আশা করছি।


সর্বশেষ সংবাদ