সরকারি হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, প্রধানমন্ত্রীর সম্মতি

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ  © সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারিকরণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এতে সম্মতি দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি কলেজ-৬) স্বাক্ষরিত এক স্মরকপত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্মারকপত্রে বলা হয়, ঢাকা মহানগরীতে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারি করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী সদয় সম্মতি প্রদান করেছেন।

অর্থ সচিবের প্রতি আর্থিক সম্মতির আবেদন জানিয়ে এতে বলা হয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পরিদর্শন প্রতিবেদনের আলোকে পূরণকৃত তথ্যাদির ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র এর সাথে প্রেরণপূর্বক আর্থিক সম্মতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল।

স্মারকপত্র

উল্লেখ্য, রাজধানী ঢাকার কেন্দ্রস্থল নিউ বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। নারী শিক্ষার প্রসারে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। বর্তমানে প্রায় ৬ হাজার ১৭৫ জন ছাত্রী এতে অধ্যয়ন করছে।


সর্বশেষ সংবাদ